৭ দিনের ঘুম থেকে ওঠার চ্যালেঞ্জে অংশ নিয়ে একটা ফ্রি জার্সি জিতে নিন

সকালে ঘুম থেকে ওঠার মতো একটা দারুন অভ্যাসকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা ভোরে ঘুম থেকে উঠবে তাদের জন্য আর্লি রাইজার্স স্কোয়াড এর পক্ষ থেকে হ্যাসটেক আইটি লিমিটেড এর স্পন্সরড করা টিশার্ট উপহার দিতে যাচ্ছি।

উপহারটি পেতে আপনাকে যা করতে হবে

১। আমাদের গ্রুপে Early Risers Squad: Rise and Shine | The Early Risers’ Community জয়েন করুন। (যদি আগে জয়েন করে না থাকেন) Group Link: https://www.facebook.com/groups/earlyriserssquad

২। আমার এই পোস্ট টি আপনার প্রোফাইল শেয়ার করুন।

৩। টানা ৭ দিন সূর্যের আগে ঘুম থেকে উঠে গ্রুপে একটা করে পোস্ট দিন।

৪। আমরা আপনার ঠিকানায় টিশার্ট টি পৌঁছে দিবো।

আসুন আমরা সামাজিকভাবে একটা ব্যাপক পরিবর্তন শুরু করি, ভোরে ঘুম থেকে উঠি আর জীবনটাকে বদলে ফেলি।

বি: দ্রঃ: আপনি যদি সরাসরি অংশ নিতে না পারেন, তাহলেও আপনার প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করে অন্যদের উৎসাহিত করুন। আপনার একটি ছোট্ট পদক্ষেপ অনেকের জীবনে অসাধারণ একটি অভ্যাস তৈরি করতে সাহায্য করতে পারে।

অংশগ্রহণ করার শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩

Source:

https://web.facebook.com/aslam.hasib/posts/pfbid0cZpQr7Ep7zGq1XQd2iZ2JMgPaJC13XcThGUcsbUNCwpH1MVdRdwNSqmFgiJ8sCf9l


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *